ব্রাউজারে বুকমার্ক-লেট দিয়ে যোগ করে নিন কিছু এক্সট্রা ফিচার

শেয়ার , পিডিএফ বানানো , বাংলা লেখা নানা কাজের জন্য অনেক অনেক ওয়েব-এপ্লিকেশন আছে । কিছু কিছু ওয়েব এপ্লিকেশন সহজে ব্যবহার করার জন্য আগমন বুকমার্ক-লেটের । বুকমার্ক-লেট কিন্তু শুধু মাত্র একটা ওয়েব-এড্রেস না , পুরো একটা প্রোগ্রাম । বাদ দিন এসব চলুন সুবিধা যোগ করে নেইঃ

কিভাবে যোগ করবেনঃ আপনার ব্রাউজারের লিঙ্ক বারে রাইট বাটন ক্লিক করে New Bookmark এ যাবেন । নামের যায়গায় আপনার দরকারমত নাম দিবেন আর এড্রেসের যায়গায় কোট করা কোডটুকু কপি করে দিবেন ।

১। বাংলা লেখা ১: বাংলা লেখার জন্য একটা জনপ্রিয় কি-বোর্ড হল সামহোয়্যারইন এর ফোনেটিক । অনেকেরই বাংলা লেখার সূচনা এর মাধ্যমে তাই অনেক জনপ্রিয়ও বটে । আগে সামহোয়্যার ইন এ ঢুকলেই এডিটরটা যোগ করার একটা বাটন পাওয়া যেতো , কিন্তু পরে কোন কারনে বাদ দেয়া হয় । এটা এড করার জন্য নীচের কোডটুকু দিতে হবেঃ

javascript:var d=document,f='http://service.somewherein.net/bangla-editor/';1; {a=function(){ if (!window.open(f,'banglakb','toolbar=0,status=0,resizable=0,width=540,height=320'))l.href=f};if (/Firefox/.test(navigator.userAgent))setTimeout(a,0);else { a() }}void(0)

২। বাংলা লেখা ২: সামহোয়্যার ইন এডিটরটাতে ইউনিজয়ে লেখার ব্যবস্থা নাই , তাছাড়া আরো অনেকে প্রভাতেও লিখেন তাদের জন্য আরেকটা এডিটর আছে নাম ত্রিভুজ প্যাড । এড করতে এড্রেসের যায়গায় নীচের কোডটুকু দিনঃ

javascript:var%20d=document,f='http://trivuz.com/bangla/trivuzpad.php'; {a=function() {if (!window.open(f,'banglakb','toolbar=0,status=0,resizable=0,width=500,height=590'))l.href=f};if (/Firefox/.test(navigator.userAgent))setTimeout(a,0);else{a()}}void(0);

৩। ফেসবুক শেয়ারঃ অনেকে অনেক অনেক বেশী ফেসবুকে শেয়ার করেন , ভিডিও গান , লিঙ্ক । এই কাজটার জন্য যদিও এখন কন্টেন্টের সাথেই ব্যবস্থা দেয়া থাকে । আর যদি আপনি আপনার ব্রাউজিংকে বাধাগ্রস্থ না করে শেয়ার করতে চান তবে যোগ করে নিতে পারেন এই বাটনটা । যোগ করতে এড্রেসের যায়গায় নীচের কোডটুকু লিখে দিনঃ

javascript:var d=document,f='http://www.facebook.com/share',l=d.location,e=encodeURIComponent,p='.php?src=bm&v=4&i=1266725745&u='+e(l.href)+'&t='+e(d.title);1;try{if (!/^(.*.)?facebook.[^.]*$/.test(l.host))throw(0);share_internal_bookmarklet(p)}catch(z) {a=function() {if (!window.open(f+'r'+p,'sharer','toolbar=0,status=0,resizable=1,width=626,height=436'))l.href=f+p};if (/Firefox/.test(navigator.userAgent))setTimeout(a,0);else{a()}}void(0)

৪। পিডিএফ বানানোঃ যে কোন পাতা একদম হুবুহু পিডিএফ বানাতে এটার জুড়ি নাই বলা যায় । এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে এই কারনে যে একদম ঝামেলাহীন সাথে লিঙ্ক , ছবি সহ সব একদম একই রকম থাকে । এই দারুন বুকমার্কলেটটা যোগ করে নিন এড্রেসে নীচের কোড লিখেঃ

javascript:pdf_url=location.href;location.href='http://pdfmyurl.com?url='+escape(pdf_url)

এই কিছুদিন একদম নেটে ছিলাম না , সিলেটে বন্ধুদের সাথে দেখা-সাক্ষাত করতে আর সাথে তাদের ভার্সিটি ঘুরতে গিয়েছিলাম । বেশ সময় কেটে গিয়েছে ।

বুকমার্ক-লেট নিয়ে আরেকটা লেখা লিখার ইচ্ছা আছে , ততদিন পর্যন্ত ভালো থাকুন ।

8 comments on “ব্রাউজারে বুকমার্ক-লেট দিয়ে যোগ করে নিন কিছু এক্সট্রা ফিচার

  1. abu taher ripon বলেছেন:

    i want any page convert pdf,ur trics i apply &add new bookmark but how to creat pdf file pls reply my mail…thx

    • আপনি যদি বুকমার্কটা তৈরি করে থাকেন তবে কাজ শেষ ।
      যে পেজটা পিডিএফ এ সেভ করবেন সেটা ব্রাউজারে খুলুন – বুকমার্কটাতে ক্লিক করুন ।
      এবার আপনার কাঙ্খিত পেজটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড শুরু হবে ।

      অ.ট. আপনার ইমেইলের কমেন্টটা মুছে দিলাম । পাবলিক ব্লগে ইমেইল এড্রেস দেয়া অনুচিত বলে আমার মনে হয় । তবে আপনার কমেন্টের জবাব দেয়া হল কিনা সেটার নোটিফিকেশন পেতে “Notify me of new posts via email.” মার্ক করে দিতে পারেন ।

জামাল উদ্দিন এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল