আলাদা আলাদা “/” এবং “/home” পার্টিশন ব্যবহারকারীদের জন্য একটা ছোট্ট সতর্কতা

অনেকেই এখন শুধু লিনাক্স ব্যবহার করেন এবং সেই সাথে ৪/৫ টা পার্টিশন না করে শুধু “/” এবং “/home” পার্টিশন ব্যবহার করেন । এর অবশ্য একদিক দিয়ে অনেক সুবিধা বিশেষ করে ফাইল ম্যানেজমেন্ট করতে । সাথে আরেকটা বড় সুবিধা পুনরায় লিনাক্স ইন্সটল করলে শুধু হোম পার্টিশনটা দেখিয়ে দিলেই হয় । আর আমার সতর্কতা মূলত এখানেই !

লিনাক্সের হোম পার্টিশনে সাধারনত হিডেন অবস্থায় সকল সফটওয়্যারের কনফিগারেশন , ক্যাশ ইত্যাদি জমা থাকে । ফাইল ম্যানেজারের View থেকে Show Hidden Files বা CTRL + h চাপলে এসব হিডেন ফাইল দেখা যায় । দরকারে এডিট করা যায় , ডিলেট করা যায় । সমস্যাটা হচ্ছে যখন ঐ ড্রাইভটাকে /home হিসেবে দেখিয়ে দিয়ে লিনাক্স ইন্সটল করা হয় তখনও ঐ কনফিগারেশন , ক্যাশ ফাইলগুলো থেকে যায় । নতুন ইন্সটল হওয়া সিস্টেমেও ঐ একই কনফিগারেশন , ক্যাশ ফাইলই ব্যবহৃত হয় । ফলে আপনি যদি হোম ফোল্ডারের কোন কনফিগারেশন ফাইলের সমস্যায় পড়ে লিনাক্স রি-ইন্সটল দেন , আপনি অবাক হয়ে দেখবেন যে আগের সমস্যাটা ঠিকই রয়ে গেছে !

সমস্যা এড়াবেন যেভাবেঃ

সমস্যা এড়ানোর ব্যবস্থা খুবই সহজ !

  • ইন্সটলের সময় লাইভ সিডিতে ঢুকে আপনির হোম ফোল্ডারের ড্রাইভটা মাউন্ট করুন ।
  • Alt + F2 চেপে যে উইন্ডো আসবে তাতে gksu nautilus লিখে এন্টার চেপে ফাইল ব্রাউজার চালু করুন ।
  • আপনার হোম ফোল্ডারের ড্রাইভটাতে যান ।
  • ফাইল ম্যানেজারের View থেকে Show Hidden Files বা CTRL + h চেপে হিডেন ফাইলগুলো Show করে নিন ।
  • নামের আগে ডট (.) সহ ফোল্ডারগুলো সিলেক্ট করে Shift + Del চেপে পার্মানেন্টলি ডিলেট করে দিন ।
  • এবার স্বাভাবিকভাবে ইন্সটল করুন ।

হ্যাপি লিনাক্সিং 🙂

22 comments on “আলাদা আলাদা “/” এবং “/home” পার্টিশন ব্যবহারকারীদের জন্য একটা ছোট্ট সতর্কতা

  1. সারিম বলেছেন:

    লাইভ সিডি থেকে না করলেও চলবে, নতুন লিনাক্স ইন্সটল করার পরে ডিলিট করলেও হবে, আমি একবার উবুন্টুর হোম এ মিন্ট ইন্সটল করেছিলাম, ওম্মা, মিন্ট চালু হওয়ার পর দেখি পুরা উইন্ডোজ ৯৫ এর থীম, তারপর কনফিগারেশন ডিলিট করে লগআউট করে লগইন করলেই আবার সব ঠিক।

    তবে সমস্যার কারনে লিনাক্স রিইন্সটল দিতে হয় না। সকল সমস্যার ই সমাধান আছে, গত কয়েকদিনে আমার ওপেনসুসের উপর ২ দফা সার্জারি করা হয়েছে। ডিপ কোমায় চলে গেছিলো। এখন আবার ঠিক। 😀

    • সেটা অবশ্য ঠিক , কনফিগারেশন এ কিছু নাড়াচাড়া করলেই সমস্যার সমাধান হয়ে যায় । আরো একটা ভালো বুদ্ধি হল আরেকটা রুট পাওয়ার্ড একাউন্ট খুলে নেয়া । কিন্তু অনেকেই কষ্টের দিকে যেতে চান না – উইন্ডোস স্টাইলে ডাইরেক্ট রিইন্সটল 🙂

      আচ্ছা অপেন সুয্যের কেডিই কেমন ? আমি গ্নোমটা ট্রাই করেছি , খারাপ না । কেডিই ট্রাই করিনি । অপেন সুয্যে বেশ এডভান্সড মনে হল – বিশেষ করে সুপারইউজার প্রোগ্রাম আর সাধারন প্রোগ্রামের মধ্যে কড়া একটা দেয়াল দিয়ে রেখেছে , উবুন্টুতে যেটা বেশ লুজ ।

      অ.ট. আপনার গ্রেভাটারের এভাটারটা কোন কারনে দেখাচ্ছে না , আগে একটা এভাটার ছিল আমার যতদূর মনে পড়ে ।

      • সারিম বলেছেন:

        নাহ , আমার কোন অ্যাভারাটফার নাই।
        সুসে তো কেডিই এর জন্যই বিখ্যাত। পারফরমেন্স ও সেইরকম। না চালাতে বুঝবেন না। dell inspiron 640m এ উবুন্টু লুসিড ও ফেডোরা কোড় ১৩ গ্নোম ইউস করলাম কয়দিন, পারফরমেন্সে সন্তুষ্ট হইতে পারলাম না। তারপর ওপেনসুসে কেডিই দিয়ে জটিল চলতেছে।
        আর ডেক্সটপে তো সেই অনেক দিন আগে থেকেই ওপেনসুসে কেডিই দেওয়া আছে। ১১.৩ রিলিজ হওয়ার পরে রিইন্সটল করে নতুন টা দিছিলাম, তারপর থেকে চলতেই আছে, সামনে ফেব্রুয়ারিতে আরেকটা রিলিজ আসার আগ পর্যন্ত এইটাই চলবে।

        স্ট্যাবল কেডিই এবং YuST এর জন্য ওপেনসুসে অন্য ডিস্ট্রো গুলার থেকে বেশ এগিয়ে আছে।

  2. anonrock বলেছেন:

    আমার এত কষ্ট করে বের করা সল্যুশন টা মাইরা দিলেন!!!

  3. সুপ্তি বাবুনি বলেছেন:

    ভালোই তো 🙂 আমিও এই /Home নিয়েই কথা বলতে চাইছিলাম।
    * আপনার পোস্টে /home নামে একটা পার্টিশন করতে বলেছিলেন। কিভাবে করব সেটা বলেন নি। Mount point কিভাবে দিতে হবে? ছবি দিয়ে দেখানো যাবে?
    নাকি এইটা বাদ দিব?
    *আপনি File System থেকে ext3 সিলেক্ট করতে বলেছেন। উবুন্টু সহায়িকা নামের যে পিডিএফ টা আছে সেখানে বলা আছে ext4 দিতে। আমি কনফিউজড হয়ে গিয়েছি। দুইটার কি একই মানে না একই কাজ?
    *পার্টিশন করার উইন্ডোতে Label এর ঘরে কি কিছু লিখতে হবে? নাকি খালিই রাখব?

    • চমতকার সব প্রশ্ন ! একটা একটা করেই বলিঃ
      ১. ইন্সটলেশনের একটা পর্যায়ে আমরা আমাদের তৈরি করা নতুন ড্রাইভটাকে সিলেক্ট করে Mount Point হিসেবে “/” সিলেক্ট করেছিলাম । “/” কে বলে রুট । যদি আপনি হোম “/home” কে আলাদা করে না দেন তবে তা রুটের ভেতরেই ঢুকে যাবে । কোন সমস্যা হবে না । আপনি যদি আগের করা ড্রাইভ আর তার ডাটা গুলো একই রকম রাখেন এবং ফাইল সেভ করে রাখার জন্য ঐ ড্রাইভগুলোই ব্যবহার করেন তবে শুধু রুট পার্টিশন করাই ভালো হবে ।

      ২. ext3 প্রোফার করার একটা কারণ আছে । ext4 যদিও অনেক স্ট্যাবল কিন্তু এর সমস্যা হল লোডশেডিং বা অন্য কোন কারনে হঠাৎ পিসি অফ হয়ে গেলে ডাটা লস হওয়ার সম্ভাবনা থাকে । এর দিক থেকে ext3 ভালো । তবে আপনি যদি ল্যাপটপ ব্যবহার করেন তবে ext4 ব্যবহার করাই ভালো হবে ।

      ৩. পার্টিশন লেভেল না রাখলেও কোন সমস্যা নাই । আসলে ইন্সটলের সময় লেভেল মুছে যায় তাই রাখার কোন দরকার নাই 🙂

  4. সুপ্তি বাবুনি বলেছেন:

    হুম মোটামুটি সব প্রশ্ন শেষ। এখন আল্লাহর নাম করে ইনস্টল করে ফেলি 🙂

    তার আগে আপনার কাছে জানতে চাইব, ইনস্টলের পর আর কি কি করা লাগবে বা প্রয়োজন হতে পারে সে গুলো নিয়ে পোস্ট থাকে আগে থেকেই আমাকে কি লিঙ্ক দিতে পারেন?

  5. Bari বলেছেন:

    Jamal Vai, I have installed Ubuntu 10.10 and configure my zte ac2726. Congratulate me. But there’s a little problem I can’t write bangla and can’t configure my printer Lexmark Z1320. Do you have any solution regarding these problems?

    • অনেক অনেক অভিনন্দন ! ইন্টারনেটের সমস্যা যেহেতু নিজেই সলভ করে ফেলেছেন তাইলে আশা করি বাকিগুলো সহজেই সলভ করা যাবে 🙂

      বাংলা লেখার সমাধান দেবার আগে আমাকে একটু বলুন আপনি কোন পদ্ধতিতে বাংলা লিখেন – অভ্র ফোনেটিক , ইউনিজয় না প্রভাতে ।
      উবুন্টুতে সাধারনত প্রিন্টার অটো কনফিগার হয়ে যায় । আপনি System -> Administration -> Printing এ গিয়ে দেখুন তো এড করা কোন প্রিন্টার পান কিনা ?

      বিষয়গুলো জানাবেন , এবং আবারো অভিনন্দন । ভালো থাকবেন 🙂

  6. রাফি বলেছেন:

    আজকেই পেলাম উবুন্টু ১০.১০ এর ফ্রি সিডি। পাইরেটেড উইন্ডোজ ছাড়তে চাই। আমার সস্তা চাইনিজ মডেম এক্সপি এমনকি উইন্ডোজ ৭ এ লাগালেই অটো ইন্সটল হয়। কিন্তু উবন্টুতে লাগালে কিছুই হয়না 😦 😦

    লাগানোর আগে টার্মিনালে-
    rafi@ubuntu:~$ lsusb
    Bus 005 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
    Bus 004 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
    Bus 003 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
    Bus 002 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
    Bus 001 Device 001: ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub

    মডেম লাগানোর পর এই অবস্থা-
    rafi@ubuntu:~$ lsusb
    Bus 005 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
    Bus 004 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
    Bus 003 Device 009: ID 0471:1237 Philips (or NXP) TalkTalk SNU5630NS/05 802.11bg
    Bus 003 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
    Bus 002 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
    Bus 001 Device 001: ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub

    কান্না ছাড়া উপায় আছে? 😦

    • যত সমস্যা তত উপায় ! 🙂 কাদবেন কেনো ?

      চাইনিজ মোডেমগুলোর জন্য এটা একটা সাধারন সমস্যা , একদিন কারণটা ব্যখ্যা করে একটা লেখা লিখার ইচ্ছা ছিল কিন্তু সময় পাচ্ছি না ।
      যাই হোক কাজের কথায় আসি , আপনি usb-modeswitch আর usb-modeswitch-data এই দুইটা প্যাকেজ নামিয়ে ইন্সটল করে নিন ।

      এবার পিসি রিস্টার্ট করে মোডেমটা লাগিয়ে পিসি স্টার্ট দিন । এবার উপরে থাকা নেটওয়ার্ক আইকনটাতে ক্লিক করে দেখুন তো New GSM Mobile Broadband Device বা এমন কিছু পান কিনা । পেলে সিলেক্ট করে নেক্সট নেক্সট চেপে কনফিগার করে নিন ।

      কাজ হল কিনা জানাবেন । যদি না হয় তবে আরেকটু ম্যানুয়ালি কাজ করব ( 100 % কাজ করে কিন্তু সমস্যা হল ম্যানুয়াল 😦 ) ।

      সবশেষে একটা চমতকার কমেন্টের জন্য ধন্যবাদ 🙂

  7. রাফি বলেছেন:

    usb-modeswitch আর usb-modeswitch-data এই দুইটা প্যাকেজ নামিয়ে ইন্সটল করে পিসি রিস্টার্ট করলাম। কিন্তু সব আগের মতই, ম্যানুয়ালেই যেতে হবে ভাই 😦

    • কি আর করার তাইলে তাই যাই 😐

      মোডেম লাগানো অবস্থায় টার্মিনালে নিচের কমান্ডটা দিনঃ

      sudo usb_modeswitch -c '/etc/usb_modeswitch.d/0471:1237'

      এবার একটু অপেক্ষ্ করুন , মোডেমের ড্রাইভটা ভ্যানিশ হয়ে যাবে । এবার দেখুন তো পান কিনা ?

      অ.ট. এতো বড় কমান্ড দেখে ভয়ের কিছু নাই , একটা লাঞ্চার বানিয়ে নিলেই এক ক্লিকেই কাজ সারা যাবে 🙂

      • রাফি বলেছেন:

        ইয়াহু! ম্যনুয়াল কমান্ড দেয়ায় মডেম চলছে!!! অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি বড় মনের মানুষ, অনেক কষ্ট দিলাম 🙂

        • হা হা ! ব্যাপার না ভাই । আপনার সমস্যা সমাধান হয়েছে এটাই তো আনন্দের বিষয় 🙂
          এবার একটা লাঞ্চার বানিয়ে নিন – তাহলে এক ক্লিকেই কাজ সারতে পারবেন ।

          প্যানেলে রাইট ক্লিক করে Add To Panel -> Custom Application Luncher এড করুন । নীচের মত প্যারামিটার দিনঃ

          Name: Modeswitch
          Command: gksu usb_modeswitch -c ‘/etc/usb_modeswitch.d/0471:1237’
          Comment: As Your Wish …

          এবার আইকনটাতে একটা ক্লিক করলেই কাজ শেষ !

          আরেকটা কাজ করতে পারেন , কানেকশনটা এডিট করে Connect Automatically টাতে ঠিক দিয়ে দিন । তাইলে মোডেম পাওয়া মাত্রই অটো-কানেক্ট হয়ে যাবে 🙂

  8. Bari বলেছেন:

    Jamal Vai,
    I used Avro in Windows XP. Suggest me that one which is most friendly to use in Ubuntu. And I check “System -> Administration -> Printing” and find that there is printer named Lexmark-1300-Series. My printer’s model is Lexmark Z1320. It falls in the category of Lexmark-1300-Series. But if I open a document and going to print it, it is not working.

    • অভ্র দিয়ে লিখার জন্য দেখুন এখানে 🙂

      প্রিন্টার সম্পর্কে তেমন ভালো বলতে পারছি না । আপনি একটা কাজ করুন – লিনাক্স ফোরামে রেজিঃ করে নিন । সেখানে এই প্রিন্টারের ব্যবহারকারী পেয়ে যেতে পারেন । আর না পেলেও আশা করি সমস্যার সমাধান ঠিকই হয়ে যাবে ইনশাল্লাহ …

  9. Bari বলেছেন:

    There’s a another problem. In Windows I used FDM to download. As for example if I wanted to download any video from http://stagevu.com , just clicked right click on “Download” button and clicked “Download with FDM”. Here in Ubuntu I get “Gwget”. But I can’t find any option as “Download with Gwget”.

    • এই জন্য আপনি ফায়ারফক্সে FlashGot নামে একটা এডঅন ইন্সটল করে নিন । ফায়ারফক্সে Tools -> FlashGot -> More Options এ যান । ড্রপ-ডাউন লিস্ট থেকে আপনি যে ডাউনলোডার ব্যবহার করেন তা সিলেক্ট করে দিন ।
      এবার রাইট বাটল ক্লিক করে FlashGot লিন্ক এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে । আর অল-ইন-ওয়ান ডাউনলোডার হিসেবে JDownloader ব্যবহার করে দেখতে পারেন ।

জামাল উদ্দিন এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল