তিন তিনটা মৃত্যু সংবাদ ! একটা না-হয় মেনে নিলাম কিন্তু বাকি দুইটা ?

কোন ভূমিকা রাখবো না এই লেখায় , আসলে কি লিখবো – আমি তো ভাষাই হারিয়ে ফেলেছি । অল্প শোক কাতর করে , কিন্তু অধিক শোক যে ভাষাহীন করে দেয় …

বুয়েটের ক্লাস শুরু হয়েছে ঠিক এক সপ্তাহ হল । সেই কারণে ঢাকায় – যদিও এখনও থাকার কোন স্থায়ী ব্যবস্থা হয়নি । প্রথমদিন ( দিনটা ছিল ২২ তারিখ ) মহাউদ্যমে ক্লাস করলাম , বিকালে অডিটরিয়ামে গেলাম অরিয়েন্টেশন প্রোগ্রামে যোগ দেবার জন্য । শেষে চ্যন্সেলর স্যারের বক্তৃতা চলছে – মজার মজার সব কথা বলছেন , আর স্টুডেন্টরা আনন্দে নানা শব্দ করছে । হঠাৎ আমার পাশে বসে থাকা বন্ধুর ফোনে একটা কল এলো আরেক বন্ধু সুমনের কাছ থেকে – খবরটা ছিল ” রাজুর বাবা আর নেই !” । এই সেদিনও দেখে এসেছি রাস্তায় হাটাহাটি করছেন । বয়স ৪৫ এর কাছাকাছি হলেও দেখে বোঝার উপায়ই নেই – আর সেই মানুষটা কিনা এমন দুম করে মারা গেলেন ! রাজুকে শান্তনাটুকুও দিতে পারিনি । রাজু নাহয় মেনে নিল বাস্তবতা কিন্তু তার সিক্সে পড়া ছোট ভাইটা কিভাবে মানবে যে তার বাবা আর আসবেন না ? রাজু তোমাকে শান্তনা দিতে পারিনি – তবে এটুকু বলছি ” বন্ধু তোমার পাশে থাকবো ” ।
বিস্তারিত পড়ুন