বেশকিছু ফ্রী ডিএনএস সার্ভারের লিস্ট যেগুলো আপনার কাজে লাগতে পারে

ইন্টারনেটে প্রত্যেকটা কম্পিউটারের পরিচয় তার আইপি এড্রেসে – আইপি ভার্সন ৪ এ যার প্যাটার্ন 10.128.1.45 এরকম কিছু একটা । কোন কম্পিউটার যখন অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করার দরকার হয় তখন এই পরিচয় দিয়েই যোগাযোগ করে । বুঝতেই পারছেন এইরকম নাম্বার দিয়ে যদি সাইটের ঠিকানা মনে রাখতে হত তবে সেটা হত একটা ভয়াবহ অভিজ্ঞতা । সেই ভয়াবহ অভিজ্ঞতার হাত থেকে বাচিয়ে দিয়েছে ডিএনএস সার্ভার । ডিএনএস সার্ভারগুলো ইন্টারনেট ডোমেইন নামগুলোর বিপরীতে সার্ভারের আইপি ট্র্যাক করে রাখে – যখন আমরা ব্রাউজারে google.com লিখে এন্টার দেই তখন ডিএনএস সার্ভার তার ডাটাবেজ থেকে আইপিটা ব্রাউজারকে জানায় , ব্রাউজার সেই আইপিতে কানেক্ট করে গুগলের হোমপেজ লোড করে । এই হল সহজ কথায় ডিএনএস সার্ভার কী তার উত্তর !
বিস্তারিত পড়ুন