ভারত – পাকিস্থান খেলাঃ সমর্থন আর সমর্থক নিয়ে হাবিজাবি ভাবনা

মার্চ ৩১ , ২০১১
সন্ধ্যা ৭ টা ৩৭ মিনিট

আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরুর মাসের শেষ দিন। ১৯৭১ সালে এই দিনে পাকিস্থানী হানাদার বাহিনী বাংলাদেশের সাধারন মানুষের উপর ঝাপিয়ে পড়েছিল অমানুষিক পাষন্ডতা নিয়ে । যে কোন স্বাভাবিক তো দূরে থাক অস্বাভাবিক কোন মানুষের পক্ষেও এটা কখনও সম্ভব বলে আমার কখনও মনে হয় না । পাকিস্থান যদি আমাদেরকে তাদের একটা অংশ বলে ভাবত তাদের পক্ষে কী এভাবে আক্রমণ করা সম্ভব ছিল ? জানিনা , পাকিগুলোকে কখনও বুঝতে পারিনা । তারা নিজেদের ভেতর এতো বেশি মারামারি করে কেনো ?
বিস্তারিত পড়ুন