কবিতাঃ অর্থহীন

শেয়ালের ডাক নেই, কোথাও ডাকছেনা পেঁচা
এ দুচোখে ঘুম নেই, কতদিন হয়না চোখ বোজা।
কখনও সিনেমা, কখনও নাটক কিংবা সিরিয়াল
সময় কখন গেলো কখনও হয়নি খেয়াল ।
কী লাভ এই অর্থহীন বেঁচে থাকার
নিজেকে নিয়ে ভেবে ভেবে ক্লান্ত হবার?
ভাবার সময় পাইনি কখনও . . .

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ

ভাবো একবার
এই দেশ যদি না হত তোমার আমার ।
গ্রীষ্মের কাঠফাটা রোদে গাছের ছায়ায়,
এলিয়ে দেয়া যেত না অলস দেহখানি ।
মন মাতাত না আম কাঠালের ঘ্রাণ,
কালো জামের শাখায় চড়ে,
রাঙানো হত না ছেলেবেলার মুখখানি ।

বিস্তারিত পড়ুন

কবিতাঃ প্রশ্ন

বলেছিলে ভালোবাসি,
তখনও ভালোবাসার কিছুই জানতে না তুমি !

তাকে কী ভেবেছিলে ? মুখের কোণে হাসি ?
কিংবা অবিরত মুঠোফোনে,
সুখ দুঃখ আনন্দ বেদনার কথামালা ?
না অন্যকিছু ?
মনের গহীন থেকে উৎসারিত
নতুন কোন এক অনুভূতি ?

বিস্তারিত পড়ুন

মনের খোরাকঃ ছেলেবেলা ১

বাবা , তোমার কথাগুলো ভাবি ,
সেই ছোট বেলায় , যখন কোন কাজ দিলেই
চেচিয়ে বলতাম – “আমি পারি” ।
বলতে তুমি – “এভাবে বলে না বাবা”
“তাতে কাজ দেবে তোমার সাথে আড়ি”
আমি ঠোট উল্টিয়ে বলতাম – “বলবই !”

বিস্তারিত পড়ুন