বড় হয়ে কী হতে চাও – এই প্রশ্নের উত্তর কবে বদলাবে সে অপেক্ষায় আছি

ছোটবেলা থেকেই আমার ইলেক্ট্রিক যন্ত্রপাতির প্রতি একটা আলাদা টান ছিল , বাসায় টিভি, রেডিও এবং বিশেষ করে আব্বার ক্যালকুলেটরের উপর যে কী পরিমান অত্যাচার করেছি সেটার স্মৃতি আম্মা মাঝে মাঝেই রূমন্হন করেন । একটা সময়ে পাম্প টাইপ মেশিন গুলোর প্রতিও ব্যাপক আগ্রহ ছিল । আব্বার চাকুরীসুত্রে ছেলেবেলা সরকারী কোয়ার্টারেই কেটেছে , এমনও হয়েছে পড়াশোনা , স্কুল বাদ দিয়ে কোয়ার্টারের পানির পাম্পের কাছে গিয়ে বসে থেকেছি জিনিসগুলো দেখার জন্য । চুম্বক – কিংবা মোটর কেনার জন্য কত বায়না ধরেছি । কিন্তু আমার আব্বা-আম্মা সবসময়ই বিষয়গুলো ভয়ের চোখে দেখতেন – কখন এক্সিডেন্ট করি ! তাই যখনই কেউ জিজ্ঞেস করতে বড় হয়ে কী হতে চাই তখন বিনা দ্বিধায় বলতাম – ম্যাকানিক হব । ম্যাকানিক হলে এসব নিয়েই তো দিন কাটবে । আব্বা অবশ্য শুধরে দিতেন , বলতেন – আমার ছেলে হবে ইন্জিনিয়ার !
বিস্তারিত পড়ুন