আইবাস ব্যবহার করে উবুন্টুতে বাংলা লিখুন ইউনিজয় কিংবা প্রভাত লে-আউটে

উবুন্টুর 9.10 বা কারমিক কোয়ালা ভার্সণ থেকে উবুন্টুর সাথেই দিয়ে দেয়া হচ্ছে আইবাস নামের একটা ইনপুট মেথড । iBus এর পুরো নাম Intelligent Input Bus for Linux / Unix OS । এর অন্যতম বৈশিষ্ঠ্য হল এটি অত্যন্ত হালকা একটা ইনপুট মেথড । আর যেহেতু এর ডাটাবেজে আগে থেকেই ইউনিজয় এবং প্রভাত লে-আইট দেয়া আছে তাই উবুন্টু ইন্সটল করেই বাংলা লেখা শুরু করে দেয়া যায় !
চলুন দেরী না করে কনফিগার করে নেই –

  • System -> Preference থেকে iBus Preference এ যান ।
  • আপনাকে জানাবে যে আইবাস ( iBus ) এখনও চালু করা হয়নি , আপনি চালু করতে ইচ্ছুক কিনা ? অনুমতি দিন ।


  • আইবাস চালু করার পর আপনাকে জানাবে আইবাস দিয়ে লিখতে আপনাকে কোথায় কি লিখে কনফিগার করতে হবে । এটাও Ok করুন

  • এবার কী-বোর্ড নির্বাচনের পালা । Input Method ট্যাবে Select An Input Method ড্রপ-ডাউন মেন্যু খুলুন । Bengali তে Itrans , Unijoy , Provat ,Inscript এ চারটা অপশন পাবেন । যেটা পছন্দ সেটা সিলেক্ট করুন । Add বাটনে ক্লিক করুন । অন্যান্য যেগুলো আছে সেগুলো Remove করে দিন ।

  • টারমিনাল খুলে নীচের কমান্ড দিনঃ

    gedit .bashrc

    এখানে টারমিনাল ব্যবহার করা সুবিধাজনক কারন উবুন্টুতে .bashrc নামে আগে থেকেই একটা ফাইল থাকে যা হিডেন । ফলে ভিজ্যুয়্যালী করতে গেলে ঝামেলা করতে হয় – হিডেন ফাইল শো করা , তারপর এডিট করা , না থাকলে তৈরি করা ! এর চেয়ে কমান্ড লাইলে ঢের সোজা ।
    জেনে রাখুনঃ যেকোন ফাইলের নামের আগে একটা ডট (.) লাগিয়ে দিলেই তা লিনাক্সে হিডেন হয়ে যায়

  • দেখবেন টেক্সট এডিটরে একটা ফাইল খুলেছে । সেখানে নীচের কোডটুকু কপি করে দিন ।

    export GTK_IM_MODULE=ibus
    export XMODIFIERS=@im=ibus
    export QT_IM_MODULE=ibus

    যদি ফাইলটা আগে থেকে খালি থাকে তাহলে তো আর সমস্যাই নাই , যদি খালি না থাকে তবে একদম নীচে কোডটুকু যোগ করে দিবেন । ব্যস! হয়ে যাবে 🙂

  • প্রতিবার উবুন্টু চালুর পর যদি ম্যানুয়্যালী iBus চালু করতে হয় তাইলে সমস্যা না ? তাই আমরা স্টার্ট-আপ এপ্লিকেশনে iBus টা যোগ করে দেবো ।
  • System -> Preference -> Startup Application এ যান ।
  • Add এ ক্লিক করুন । প্যারামিটার হিসাবে নিচের ইনপুটগুলো দিন
    • Name: IBus
    • Command: /usr/bin/ibus-daemon
    • Comment: “As Your Wish”
  • Add করে বেরিয়ে আসুন । উবুন্টু / লিনাক্স মিন্ট রি-স্টার্ট করুন
  • বাংলা লিখতে বা বাংলা থেকে আবার ইংরেজীতে যেতে CTRL+Space Bar বাটন দুটো চাপুন । এটা হচ্ছে ট্রিগার 😉

4 comments on “আইবাস ব্যবহার করে উবুন্টুতে বাংলা লিখুন ইউনিজয় কিংবা প্রভাত লে-আউটে

  1. Sajib বলেছেন:

    ধন্যবাদ। terminal shobdota banglay likhte partesi na. ref ta asena :-/ যাই হোক, ধন্যবাদ। আমার অবশ্য টামর্িনালে কোডগুলো লিখতে হয়নি।

    • রেফ টা আগে দিতে হবে – যেমন টার্মিনাল লিখতে টা+র্+মি+না+ল – একদম যেমন উচ্চারণ তেমন করে লিখলেই হয় 🙂

      টারমিনালের অংশটুকু আসলে সব যায়গায় ডিফাল্ট হিসাবে iBus চালু করার জন্য দিতে হয় , আর শেষ অংশটুকু বুটের সময় অটোমেটিক iBus চালু হওয়ার জন্য ।

  2. স্বপ্নাদিষ্ট বলেছেন:

    আচ্ছা, মিন্ট এ কি উক্ত পদ্ধতি তে আইবাস দিয়ে বাংলা লেখা যাবে? আগে একবার মিন্ট ৯ সেটাপ দিয়ে আইবাস দিয়ে বাংলা লিখতে পারিনাই। ইনপুট মেথড এ এড দিলে কোন কি-বোর্ড লে-আউট ই দেখাতো না 😦

    • মিন্টেও তো কেন সমস্যা ছাড়াই লেখা যায় ! আমার মনে হয় আগের বার ibus ইন্সটলের সাথে সাথে ibus-m17n , m17n-db এই দুইটা ইন্সটল হয় নাই । আবার ট্রাই করে দেখুন – ibus-m17n , m17n-db প্যাকেজ দুইটা ইন্সটল হয়েছে কিনা চেক করে নেবেন ।
      ভালো থাকবেন ।

এখানে আপনার মন্তব্য রেখে যান