উবুন্টু / লিনাক্স মিন্টে সিটিসেল জুম আল্ট্রা মোডেম কনফিগার

[আপডেটেড পোষ্টঃ জুম আল্ট্রাঃ ZTE AC2726 – উবুন্টু/লিনাক্স মিন্টে কনফিগার করার সহজতম পদ্ধতি]

কিছুদিন আগে ফাহিম ভাই আর আমি মিলে সিটিসেলের নতুন জুম আল্ট্রা মোডেমটা ইন্সটল করলাম ( কথোপকথন এইখানে ) । সিটিসেল প্রচারণা চালাতে চালাতে জুম আল্ট্রা বেশ জনপ্রিয়ই করে ফেলছে 🙂 অনেককেই দেখলাম গ্রামীন বাদ দিয়ে সিটিসেলের দিকে ঝুকছেন । তাই উবুন্টু/লিনাক্স মিন্টে গিয়ে যেনো তাদের ভুগতে না হয় তাই এই লেখা । চলুন ধাপে ধাপে কাজ শুরু করি ।

যা যা লাগবেঃ

প্যাকেজ ইন্সটলেশনঃ

  • উবুন্টুর ডেস্কটপে zoom নাম দিয়ে একটা ফোল্ডার করুন । তাতে আগে ডাউনলোড করা সকল ফাইল এনে রেখে দিন ।
  • সহজে ইন্সটলের জন্য আমি টারমিনাল ব্যবহার করব , ভয় পাবেন না 🙂
  • টারমিনাল খুলে লিখুন
    cd Desktop/zoom
  • লিনাক্স মিন্ট ব্যবহারকারীরা zoom ফোল্ডারটাতে ঢুকে মাউসে রাইট বাটন ক্লিক করে Open In terminal দিবেন তাহলেই হয়ে যাবে 🙂
  • এরপর টারমিনালে কমান্ড দিনঃ
    sudo dpkg -i *.deb
  • ব্যস ! এগুলো ইন্সটল হয়ে গেছে । এবার একটা রিস্টার্ট দিন

মোডেম এবং কানেকশন কনফিগারঃ

  • মোডেমটা লাগিয়ে নিন । টারমিনাল খুলে নীচের কমান্ডটা দিনঃ
    usb_modeswitch

    যাই দেখাক সমস্যা নাই 🙂

  • মোডেম চেনাতে নীচের কমান্ডটুকু দিনঃ
    sudo modprobe usbserial vendor=0x19d2 product=0xfff1
  • টারমিনালে নীচের কমান্ড দিনঃ
    sudo wvdialconf
  • এবার নীচের কমান্ডটা দিনঃ
    sudo gedit /etc/wvdial.conf
  • একটা টেক্সট এডিটর খুলবে । Modem = /dev/ttyUSB0 এরকম একটা লাইন পাবেন । খেয়াল রাখুন এখানে USB এর নাম্বারটা কত ( সাধারণত 0 ই থাকে )
  • পুরোটা মুছে নীচের কোডটুকু কপি করে দিনঃ ( ডানদিকে কপি অপশন পাবেন )
    [Modem0]
    Modem = /dev/ttyUSB0
    Baud = 460800
    SetVolume = 0
    Dial Command = ATDT
    Init1 = ATZ
    FlowControl = Hardware(CRTSCTS)
    
    [Dialer zoom]
    Username = waps
    Password = waps
    Phone = #777
    Stupid Mode = 1
    Inherits = Modem0

    সেভ করে নিন 🙂

কানেক্ট করা/ডিসকানেক্ট করাঃ
  • কানেক্ট করতে টারমিনাল খুলে লিখুনঃ
    sudo wvdial zoom
  • ডিসকানেক্ট করতে টারমিনালে লিখুন
    sudo poff.wvdial

    অথবা আগের টারমিনালে এসে CTRL + C চাপুন ডিসকানেক্ট হয়ে যাবে ।

একটু সহজ করাঃ

কনফিগার করার পর কানেক্ট করতে আপনাকে বেশ কিছু কমান্ড দিতে হবে । তার কাজটা চলুন এক ক্লিকে করে নেই 🙂
ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে Create a launcher এ দিন । নীচের মত প্যারামিটার দিন ।

  • Type: Application in Terminal
  • Name: Zoom Dialer
  • Command: gksu modprobe usbserial vendor=0x19d2 product=0xfff1 && sleep 4 && gksu wvdial zoom
  • Comment: (আপনার ইচ্ছামত)

এবার আপনি শুধু শর্টকাটটাতে ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে আর হান্গামা করতে হবে না ।

আপডেটঃ এতো কষ্ট করতে হবে না 🙂 মোডেম চিনিয়ে দেয়ার কমান্ডটা দিয়ে এই পোষ্টের মত একটা নতুন কানেকশন করে নিন । ব্যস ! এবার কানেক্ট করুন গ্রাফিক্যালি ।
আমার নিজের মোডেম না থাকায় ব্যাপারটা সিউর ছিলাম না – এখান থেকে শিউর হলাম । ধন্যবাদ লেখককে 🙂

পুনঃ এতো কাজ কেনো করা লাগল সেই প্রশ্ন মনে আসা স্বাভাবিক । এতে লিনাক্সের দোষ নাই । যারা প্রডাক্ট বানান তারা পুরো উইন্ডোসকে টার্গেট করে বানান বলেই এই অবস্থা 😦 এটা নিয়ে একদিন বিস্তারিত লেখার ইচ্ছা আছে ।
ভালো থাকুন , হ্যাপী লিনাক্সিং 🙂

35 comments on “উবুন্টু / লিনাক্স মিন্টে সিটিসেল জুম আল্ট্রা মোডেম কনফিগার

  1. বিশ্বজিত বলেছেন:

    আমি কিন্ত লিনাক্স মিন্ট১০ এ পারলাম না; সমাধান কি আছে?

    • আপনি modeswitch ইন্সটল করেছেন কি ? পিসি স্টার্ট হবার সময়ে মোডেমটা লাগিয়ে নিন । এবার দেখুন তো নেটওয়ার্ক আইকনে ক্লিক করলে কিছু পান কিনা । সাথে টার্মিনালে lsusb লিখে যা রেজাল্ট আসে সেটাও একটু কষ্ট করে এখানে দিয়ে দেবেন ।
      দেখা যাক কিছু হয় কি না ।

  2. বিশ্বজিত বলেছেন:

    ওখানেই তো আমি নিরব। modeswitch ইন্সটল করেত ব্যর্থ।

  3. Shomoita বলেছেন:

    Bhai, apnar post ta onek detailed. Kintu eta to Ubuntu 11.04 er jonno kaaj korchhe na. Kibhabe kaaj korbe janale khubi kritogyo hotam. Khubi jhamelay achhi. Please help asap.

  4. Shomoita বলেছেন:

    Sorry to bother. Ubuntu 11.04 has the softwares already installed and detects zoom ultra so easily. Thanks for the post, anyway!

    • Jamal Uddin বলেছেন:

      আপনাকে ঠিক একথাটাই বলতে যাচ্ছিলাম , কনফিগার করতে পেরেছেন এজন্য অভিনন্দন 🙂
      যাই হোক আপনাকেও ধন্যবাদ । আমার নেট কানেকশনের লিমিট ওভার হয়ে যাবার কারণে উত্তর দিতে দেরী হল ~ না হলে আপনাকে এতোটা কষ্ট করতে হয়ত হত না ।
      ভালো থাকবেন ।

  5. […] [লিন্ক কৃতজ্ঞতাঃ mr.akik , আমাদের প্রযুক্তি ফোরাম ] [রিলেটেড পোষ্টঃ উবুন্টু / লিনাক্স মিন্টে সিটিসেল জুম আ…] […]

  6. Mahmudul Hasan Opu বলেছেন:

    terminal a passward chay ki korbo ….

    • Jamal Uddin বলেছেন:

      আপনার ইউজার পাসওয়ার্ড লিখে এন্টার চাপুন । পাসওয়ার্ড লেখার সময় কিছু দেখাবে না , ব্ল্যাংক থাকবে । এতে ঘাবড়াবার কিছু নেই , আপনি পাসওয়ার্ড চেপে এন্টার চাপলেই হবে ।

      ZTE AC2726 মোডেমটার জন্য সহজ আরেকটা উপায় পাবেন একদম পোষ্টের শুরুতে থাকা লিন্কে ।

  7. atik বলেছেন:

    usb_modeswitch command দেয়ার পর এই আউটপুট পাচ্ছি-
    Error: Could not find file /etc/usb-modeswitch.conf

    যাহোক ওই error message ইগনর করে sudo wvdialconf কমান্ড দেয়ার পর মেসেজ পাচ্ছি কোন মডেম ডিটেক্ট হচ্ছে না। দয়া করে সাহায্য করুন।

    • Jamal Uddin বলেছেন:

      উপরে দেখুন একটা আপডেটেড পোষ্টের লিন্ক আছে , ঐটা ফলো করুন কোন ঝামেলা ছাড়া কনফিগার করতে পারবেন ইনশাল্লাহ । আর আপনার দেয়া কমেন্ট দেখে মনে হচ্ছে আপনি modeswitch-data ইনস্টল করেন নি , একটু চেক করে দেখুন ।

  8. Tamal Biswas বলেছেন:

    GSM modem-er jonno ki korbo plz janan…

  9. […] গ্রামীনফোনের নতুন মোডেম কনফিগার উবুন্টু / লিনাক্স মিন্টে সিটিসেল জুম আ… উবুন্টু ৯.১০ এবং মিন্ট ৮ হেলেনাতে […]

এখানে আপনার মন্তব্য রেখে যান