উবুন্টু/লিনাক্স মিন্টে গ্রামীনফোনের নতুন মোডেম কনফিগার

সিটিসেল জুম আল্ট্রা কিভাবে কনফিগার করতে হবে তা নিয়ে লিখেছিলাম কিছুদিন আগে । শেষে বলেছিলাম কেনো কনফিগার করতে এতো ঝামেলা করতে হল তার কারণ আরেকদিন বলব । কিন্তু তার আগেই আবার একই সমস্যায় জর্জরিত আরেকটা মোডেম কনফিগার নিয়ে লিখতে হচ্ছে – সেটা হল গ্রামীণফোনের নতুন নিউ জেনারেশন ৩জি মোডেম , মডেল huawei-e1550 .আগের মোডেমটা সরাসরি মোবাইল ব্রডব্যান্ড ডিভাইস হিসাবে ডিটেক্ট করত । কিন্তু আবার সেই উইন্ডোসকে টার্গেট করে বানানো ফ্লিপ-ফ্লপ ডিভাইসের বদৌলতে এখনকারটায় একটু ঝামেলা করতে হচ্ছে 😐

যা যা লাগবেঃ
  • মোডেমটাকে ফ্লিপ-ফ্লপ ডিভাইস হিসাবে না দেখিয়ে উবুন্টুকে সিরিয়াল মোডেম হিসাবে বোঝানোর জন্য দুইটা প্যাকেজ লাগবে – নীচের লিন্ক থেকে ডাউন লোড করে নিন –
    1. usb-modeswitch
    2. usb-modeswitch-data

প্যাকেজ ইন্সটলেশনঃ
  • প্রথমে usb-modeswitch-data প্যাকেজটা ডাবল-ক্লিক করে ইন্সটল করে নিন
  • এরপর usb-modeswitch প্যাকেজটাও একইভাবে ডাবলক্লিক করে ইন্সটল করুন
  • ব্যস ! আমাদের দরকারী সবকিছু ইন্সটল হয়ে গেছে । এবার একটা রিস্টার্ট দিন । আরেকটা ব্যাপার , রিস্টার্ট দেবার আগে মোডেমটা পিসিতে লাগানো থাকলে ডিসকানেক্ট করে নেবেন
কনফিগার করা
    যারা আগে মোবাইল ব্রডব্যান্ড ডিভাইস কনফিগার করেছেন তাদের কাছে এইটা হয়ত পানিভাত – তবুও লেখার খাতিরে লেখা আরকি 🙂

  • পিসি রিস্টার্ট দিয়ে মোডেমটা লাগান
  • একটু অপেক্ষা করুন – একটা নতুন উইন্ডো আসবে যাতে আপনাকে জানাবে যে একটা নতুন Mobile Broadband Device পাওয়া গেছে – Forward করুন
  • আপনি কোন দেশ থেকে নেট ব্যবহার করছেন সেটা জানতে চাইবে – লিস্ট থেকে দেশ সিলেক্ট করুন
  • Bangladesh এর জন্য GrameenPhone , Aktel , Banglalink , Bmobile ( aka Teletalk ) , Warid পাবেন – আপনার অপারেটর সিলেক্ট করে নিন
  • ব্যস সেটাপ শেষ , এবার নেটওয়ার্কের আইকনটাতে ক্লিক করে GrameenPhone Bangladesh ( ধরে নিলাম আপনি জিপি ইউজার ) সিলেক্ট করুন – নেটে ঢুকে আমার পোষ্টটাতে একটা কমেন্ট করে যান 🙂

সবাই ভালো থাকুন । ঢাকা আছি – গেষ্ট হয়ে , তাই ব্লগে নিয়মিত সময় দিতে পারছি না । ঢাকা স্থায়ী হয়ে গেলে আবার ব্লগেও স্থায়ী হব এই কামনা 🙂

36 comments on “উবুন্টু/লিনাক্স মিন্টে গ্রামীনফোনের নতুন মোডেম কনফিগার

  1. […] উবুন্টু/লিনাক্স মিন্টে গ্রামীনফোনের … উবুন্টু / লিনাক্স মিন্টে সিটিসেল জুম আল্ট্রা মোডেম কনফিগার উবুন্টু ৯.১০ এবং মিন্ট ৮ হেলেনাতে সহজে সিটিসেল ZTE 880+ মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার ( WVDIAL ছাড়া , সরাসরি নেটওয়ার্ক ম্যানেজার দিয়ে) […]

  2. Sagir Hussain Khan বলেছেন:

    জামাল ভাই কেমন আছেন?
    আমাকে আপনার মনে থাকার কথা। ২০১০ এর শুরুর দিকে আপনাকে অনেক বিরক্ত করেছি উবুন্টু প্রথম প্রথম চালাতাম বলে। অনেক দিন পর একটা উটকো ঝামেলায় পড়েছি। সমস্যাটা এমন যে মাথায় কিছু ঢুকতে না। তাই আপনাকে আবার বিরক্ত করতে চলে আসলাম।

    আমি গ্রামীনের মডেমে টেলিটকের থ্রিজি সিম ব্যবহার করি। মডেম নতুনটা। এবং অপারেটিং সিসটেম লিনাক্স মিন্ট ১৫।
    আমার মডেম অটো পেয়ে যায়। তাই কিছুই নতুন করে সেটাপ করা লাগে না। শুধু মোবাইল নেট কনফিগারেশন করতে হয়।
    কিন্তু ঝামেলা হয়েছে গত পরশু থেকে। আমার এক ভাই টেলিটক মডেম কিনে আমার কাছে নিয়ে এসেছিল সেটা চালিয়ে দিতে। আমি লিনাক্স মিন্টে সেটা চালা। এর জন্য মেডেমের সাথে দেওয়া একটা .sh ফাইল ইনস্টল দিয়েছিলাম। মডেম সফল ভাবে কানেক্ট করার পর আমি সেই সফওয়্যার আনইনস্টল করে দেই।
    কিন্তু সমস্যা হল। এর পর থেকেই আমার মডেম পাচ্ছে কিন্তু নেট কানেক্ট হচ্ছে না। কিসের জন্য এরূপ হচ্ছে ঠিক বুঝে উঠতে পারছি না।

  3. xoyanta joy বলেছেন:

    আমার অলিভিয়া তে হয়ে গেছে তো 🙂

  4. zbtomal1 বলেছেন:

    প্যাকেজগুলোর লিংকে error দেখাচ্ছে 😦

    • Jamal Uddin বলেছেন:

      আপনি কোনটা ব্যবহার করছেন? উবুন্টু না লিনাক্স মিন্ট? পিসিতে মোডেমটা লাগিয়ে দেখেছিলেন কী? এখনকার উবুন্টু/লিনাক্স মিন্টের ভার্সনগুলোতে তো এমনিতেই প্যাকেজগুলো দেয়া থাকে। শুধু প্লাগ-ইন করলেই মোডেম পেয়ে যায়।

      মোডেমটা পিসিতে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, এরপর নেটওয়ার্কের আইকনে ক্লিক করে দেখুন তো New Mobile Broadband Connection বা এমন কিছু দেখায় কী না? দেখালে মোডেম অলরেডি পেয়ে গেছে। ঐ লেখাটাতে ক্লিক করলেই পরে কী করতে হবে সেটার স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন।

      হ্যাপি লিনাক্সিং!

এখানে আপনার মন্তব্য রেখে যান