[উবুন্টু ১০.১০ টিউটরিয়াল] অভ্র ফোনেটিক ব্যবহার করে বাংলা লিখুন !

অভ্র দিয়ে বাংলা লেখার একটা টিউটরিয়ার আগেও একবার লিখেছিলাম – কিন্তু দিন যত যাচ্ছে উবুন্টু তত সহজের চেয়ে সহজ হচ্ছে । আমার আগের টিউটোটা এতো বড় ছিল আমার নিজেরই এখন দেখলে ভয় লাগে ! যাই হোক ব্যাপারটা এখন অনেক অনেক সোজা এবং সবচেয়ে বড় কথা সম্পূর্ণরূপে গ্রাফিক্যাল !

কাজের কথায় আসি – উবুন্টু ১০.১০ তে অভ্র ফোনেটিক কনফিগার করতে নিচের সহজ ধাপগুলো অনুসরন করুনঃ

  • Application মেন্যু থেকে Ubuntu Software Center খুলুন ।
  • scim লিখে সার্চ করে SCIM Input Method Setup এপ্লিকেশনটা ইন্সটল করে নিন
  • এখান থেকে অভ্র ফোনেটিক ইন্সটলারটা ডাউনলোড করে ইন্সটল করে নিন । যদিও ভার্সনটা 9.10 এর জন্য লিখা কিন্তু 10.04 , 10.10 তে চমতকার কাজ করে ।
  • এবার System -> Preference থেকে Input Method Switcher চালু করে নিন ।
  • যে উইন্ডো আসবে তাতে Use scim via xim (scim) এর পাশে মার্ক করে দিন
  • কম্পিউটার রিস্টার্ট করে নিন । দেখুন উপরে কী-বোর্ডের একটা আইকন চলে এসেছে । যেকোন এডিটর যেমন Gedit , OprnOffice খুলে Ctrl + Space চাপুন । দেখুন অভ্র চালু হয়ে গেছে এবং বাংলা লিখতে পারছেন ! ইংরেজী লিখতে আবার Ctrl + Space চাপুন

ভালো থাকুন , হ্যাপি লিনাক্সিং 🙂

48 comments on “[উবুন্টু ১০.১০ টিউটরিয়াল] অভ্র ফোনেটিক ব্যবহার করে বাংলা লিখুন !

  1. সুপ্তি বাবুনি বলেছেন:

    আরেকটা সমস্যা হয়েছে ……..
    * উবুন্টু লগ ইন পেইজে কোন ছবি দেখাচ্ছে না.. আমি সিলেক্ট করে দিয়েছি তার পরেও… । ৯.১০ এর লগ ইন পেইজ টা বেশি ভালো লেগেছিল। নেট টা ঠিক হবার জন্যে বসে আছি। তার পর ভালো মত কাজ শুরু করব।

    • উপরে ডানদিকে থাকা আপনার ইউজারনেম থেকে সিলেক্ট করে দিয়েছিলেন ? তাইলে তো কাজ না করার কথা না | আচ্ছা এই সেটিংসটা করে দেবার পর ঠিকমতো রিস্টার্ট হয়েছিল না কারেন্ট চলে গিয়ে বন্ধ হয়েছিল – আবার সিলেক্ট করে দেখুন তো কি হয়

      নেট কানেক্টের ব্যাপারে বিস্তারিত বললে হয়ত এখনই সাহায্য করা যেত , ভালো থাকবেন 🙂

  2. সুপ্তি বাবুনি বলেছেন:

    আমি ২ টা কমেন্ট করেছিলাম……. আরেকটা কোথায় গেল…? দেখতে পাচ্ছি না কেন… আচ্ছা এখানেই বলি ….

    * উবুন্টু ইনস্টল করার পর পিসি টা রিস্টার্ট করা আগে কি সিডি বের করে ফেলতে হয়? নাকি সিডি রেখেই রিস্টার্ট দিতে হয়?

    • আমার এখানে একটা পেজে ২০ টা কমেন্ট দেখায় , আর নতুন করা কমেন্টগুলো আগে দেখায় – তাই আপনার আগের কমেন্টটা আগের পেজে চলে গেছে
      আপনি Older Comments ( আগের পাতা ) থেকে কমেন্টগুলো দেখতে পারেন 🙂

  3. সুপ্তি বাবুনি বলেছেন:

    ওহ পেয়েছি 🙂 তাহলে ঠিক আছে ………. নেটের সমস্যা টা আসলে নেট প্রোভাইডার দের……. উনাদের কানেকশন টা অদ্ভুত…. নির্দিষ্ট নাম্বার গুলো নেই…
    নাম্বার গুলো কিছু দিন পর পর (১/২দিন) পালটে যায় অটো।
    আমি ৯.১০ এ ২ বার নেট কানেকশন নিতে পেরেছিলাম… কিন্তু ঐ খুব অল্প সময়ের জন্যে। দেখা গেল আজ লাইন ঠিক আছে পর দিনই চলে গেছে…. এর মধ্যে আমার উবুন্টু তে কি যে হলো কিছুতেই অন হলো না …. আমি হয়ত কিছু ভুল করে ফেলেছিলাম… তাই ১০.১০ টা ইন্সটল করলাম…. যদিও এখন কিছুই করা যাচ্ছে না…

    * এর পর আরেকটা প্রশ্ন 🙂
    http://www.linux.org.bd/post/403 এই পোস্টের ফাইল গুলো কি ১০.১০ এর জন্যে আছে? আমি এর আগের বার ৯.১০ এ এটা ইন্সটল করে গান শুনতে পেরেছি… কিন্তু সেই ফাইল গুলো এখন আর কাজ করছে না……

    এক নেট কানেকশন এর জন্যে সব আটকে আছে 😦

    * অনেক অনেক প্রশ্ন করি আপনাকে…
    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে 🙂

    • আমি খুঁজে দেখবো পাই কিনা , আপনাকে আমি ফাইলগুলোর লিঙ্ক এখনি দিতে পারতাম যদি হলে থাকতাম , পিসিটা হলে রেখে বাসায় চলে এসেছি তো তাই একটু সমস্যার মাঝে পড়ে গেছি 🙂 আমি পেলেই জানাবো , সমস্যা হলো অনেক সোর্সই অনরিলায়েবল , তাই না টেস্ট লিঙ্ক দেয়াটা উচিত না …

      আপনি যদি আই.এস.পি এর লোকদের বলে স্ট্যাটিক কানেকশন নিতে পারেন তবে ভালো , এতে ঝামেলা কম হবে , দুই দিন পর পর আইপি চ্যাঞ্জ এর সমস্যায় পড়বেন না –

      ভালো থাকবেন 🙂

  4. সুপ্তি বাবুনি বলেছেন:

    আপনার “অনুরোধ , পরামর্শ ও জিজ্ঞাসা” তে আমার একটা মন্তব্য মডারেশনে আছে 🙂 সময় করে দেখবেন প্লিজ 🙂

    • এই সাইটটাতে সরাসরি ছবি আপলোড করা যায় না , যদি ওয়ার্ডপ্রেস একাউন্ট থাকে তবেই করা যায় ; তবে বিকল্প ব্যবস্থাও আছে 🙂
      http://imageshack.us/ এখানে ছবি আপলোড করুন ( একাউন্ট লাগবে না ) , ছবি আপলোড শেষে একটা পেজ আসবে যেখানে অনেকগুলো লিঙ্ক দেখাবে , HTML Code নামে একটা জিনিস পাবেন – সেটা সরাসরি কমেন্টে বসিয়ে দিলেই ছবি এড হয়ে যাবে 🙂

      উপরের ছবিটা ওয়ার্ডপ্রেস এ না করে ইমেজশেক দিয়ে করলাম 🙂

  5. সুপ্তি বাবুনি বলেছেন:

    Uploaded with ImageShack.us

    (এখানে ছবিটা দেখি আপলোড করতে পারলাম কিনা… ) 🙂

  6. অভ্র ফোনেটিক ইন্সটলারটার 64 বিট এর link টা দাও ….

    • অভ্রের লিনাক্স ৬৪ বিটের কোন লিন্ক আছে কিনা জানা নেই – অফিসিয়ালি যেটা আছে সেটা ৩২ বিট । সবচেয়ে ভালো হয় প্রোজেক্ট সাইট থেকে কোড নামিয়ে ৬৪ বিটে কম্পাইল করে নিলে … ভালো থেকো 🙂

  7. nishkorma বলেছেন:

    “ইনপুট সুইচ ম্যানেজার” অপশোনটা দেখায় না।

  8. sob kichu korchi…sob tikh ase kintu bangla likhte parchi na 😦

    • Jamal Uddin বলেছেন:

      গ্রুপে দেখলাম আপনার সমস্যার মোটামুটি সমাধান হয়েছে । দেখি অভ্র ইন্সটল নিয়ে একটা নতুন টিউটো লেখার কথা মাথায় আছে , সময় পেলে লিখব ।

      ভাল থাকবেন 🙂

  9. I have tried it in Ubuntu 11.04 but failed.
    Can you give me any solution?

    While installing, it told: dependencies problem.

  10. উবুন্তু ১২.০৪ এ অভ্র ফোনেটিক ব্যবহার করে বাংলা লিখছি কোনো সমস্যা ছাড়াই । অভ্র ফোনেটিক ব্যবহার করে বাংলা লেখার জন্য আমি এই পোস্টটিই ফলো করেছি ।।

এখানে আপনার মন্তব্য রেখে যান