লিনাক্সে মোডেম থেকে SMS, USSD, Traffic Monitoring করার ছোট্ট এপ – Modem Manager

বিষয়টা বেশ সিম্পল। উইন্ডোসে মোডেম ইন্সটল করলেই সাথে একটা এপ্লিকেশনও ইন্সটল হয়, যেখানে থেকে ইন্টারনেটে কানেক্ট করা, নেট প্যাকেজ নেবার জন্য SMS পাঠানো, কতটুকু নেট খরচ হচ্ছে সেটা দেখার জন্য একটা গ্রাফিক্যাল ট্রাফিক মনিটর থাকে। লিনাক্স সিস্টেম মোডেমকে সরাসরি ডিটেক্ট করে এবং দরকারমত কানেকশন তৈরি করে নেটওয়ার্ক ম্যানেজার থেকেই ইন্টারনেটে সংযুক্ত হওয়া যায়। এজন্য কোন এপ বা ড্রাইভার ইন্সটলেরও দরকার পরে না। কিন্তু তবুও সরাসরি পিসি থেকেই নেট প্যাকেজ নেয়া বা রিচার্জ করার জন্য এমন একটা এপের কথা অনেকেই জিজ্ঞাসা করেছেন। খুজতে গিয়ে হঠাৎ করেই সফটওয়্যার সেন্টারে Modem Manager নামের ৮০ কিলোবাইটের ছোট্ট এপটা পেয়ে গেলাম।

ইন্টারফেস

পুরো সফটওয়্যারটা মোট ছয়টা ট্যাবে সাজানো। প্রথম ট্যাবটাতে সবগুলো কানেক্টেড মোডেম/ফোনের নাম দেখাবে। যে মোডেম থেকে কাজ করতে চান সেটা সিলেক্ট করে অন্য ট্যাবগুলো থেকে SMS, USSD বা Info দেখতে পাবেন।

Traffic নামের ট্যাব থেকে কী পরিমান ডাটা ব্যবহার করেছেন সেটা দেখা যাবে। ট্যাবটাতে থাকা Set Limit নামের অপশনটা আমার বেশ ভালো লেগেছে। এটা ব্যবহার করে ডাটা কিংবা সময় হিসেবে ইন্টারনেট ব্যবহার সীমিত করে রাখা যাবে।

স্ক্রীনশট

সবগুলো কানেক্টেড মোডেমের লিস্ট পাবেন এই ট্যাবে

সবগুলো কানেক্টেড মোডেমের লিস্ট পাবেন এই ট্যাবে

ব্যালেন্স দেখা (*566#), নেট প্যাকেজ নেয়া (*111*6*...) কিংবা অন্য যেকোন সার্ভিস রিকুয়েস্ট করতে পারেন এখান থেকে

ব্যালেন্স দেখা (*566#), নেট প্যাকেজ নেয়া (*111*6*…) কিংবা অন্য যেকোন সার্ভিস রিকুয়েস্ট করতে পারেন এখান থেকে

গ্রাফিক্যাল ট্রাফিক মনিটর

গ্রাফিক্যাল ট্রাফিক মনিটর

Set Limit থেকে ডাটা ব্যবহার লিমিট করে রাখতে পারেন

Set Limit থেকে ডাটা ব্যবহার লিমিট করে রাখতে পারেন

ইন্সটল

সফটওয়্যার সেন্টার খুলে modem manager লিখে সার্চ করে ইন্সটল করে নিন, কিংবা টার্মিনাল খুলে লিখুন

sudo apt-get install modem-manager

ছোটখাট সমস্যাসমাধান

. USSD রেজাল্ট দেখাচ্ছে না।
সমাধানঃ USSD ট্যাবে Send বাটনের পাশে UCS2 নামের একটা বাটন আছে, সেটা টগল করে দিন।

. জুম মোডেম থেকে SMS করা যাচ্ছে না।
সমাধানঃ SMS কখনও সেন্ড হয়, কখনও সেন্ড হয়না। এই সমস্যার সমাধান পাই নি। 

5 comments on “লিনাক্সে মোডেম থেকে SMS, USSD, Traffic Monitoring করার ছোট্ট এপ – Modem Manager

  1. সাকিব বলেছেন:

    জাযাকাল্লাহ … বহুদিন এমন একটা কিছুর অপেক্ষায় ছিলাম।

  2. rayhan বলেছেন:

    আমার কেন জানি এই এপ দিয়ে কোন কাজ হয় না। বলে ডিভাইস নট এনাবল- ডু ইউ ওয়ান্ট টু এনাবল? ইয়েস করলেই মডেম ডিসকানেক্ট হয়।

  3. crazicoder বলেছেন:

    ধন্যবাদ, অনেকদিন এটাই খুজছিলাম, ভাবছিলাম বানামু। :ঢ

  4. doinikbdnews24 বলেছেন:

    কাজের একটা পোস্ট। থ্যাংকস এডমিন।

এখানে আপনার মন্তব্য রেখে যান